
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জীতে বয়েন সরকার স্মৃতি পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বয়েন উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শনিবার দুপুরে ধরঞ্জী ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি ও ধরঞ্জী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী। এসময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাডঃ মাফিজুল সরকার, শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোনোয়ার হোসেন, আব্দুল গনি, ইউপি সদস্য সাখোয়াত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের ৪জন শিক্ষার্থী, ১জন শ্রেষ্ঠ করদাতা, ১জন সমাজ সেবীসহ শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়কে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সম্মননা স্বারক ও ৯জন দরিদ্রকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।