পাঁচবিবি বণিক সমিতির ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি বণিক সমিতির ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় পাঁচবিবি বণিক সমিতির আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন বনিক সমিতির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা।
বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার ও সদস্য রাফিউল ইসলামের যৌথ সঞ্চালনায় সাধারণ সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি এসকে আব্দুল হক, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোশাইদ আল আমিন সাদ, বণিক সমিতির সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী তাইজুল ইসলাম, সহ সভাপতি শফিকুল আলম কলম, বিশিষ্ট ব্যবসায়ী মনোরঞ্জন দাস সহ বণিক সমিতির বিভিন্ন ওয়ার্ডের সদস্য বৃন্দ।

আরও পড়ুন...