
মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন পুর্ব উচনা ঘোনাপাড়া থেকে হাটখোলা ক্যাম্পের বিজিবি সদস্যরা ১০ টি সোনার বারসহ তিন জনকে আটক করেছে ।
জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া জানান, ১৪ ফেব্রুয়ারী বুধবার বিকেল পৌনে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাটখোলা বিওপি ক্যাম্পের সদস্যরা তল্লাশী চালিয়ে ১০টি সোনার বারসহ তিনজন চোরাচারানীকে আটক করেছে।
আটককৃতরা উপজেলার পূর্ব উচনা গ্রামের মৃত মনির উদ্দিনের পুত্র মনছুর হোসেন (৫২), আইজ উদ্দিনের পুত্র রহিদুল ইসলাম (৪৫), ও তফির উদ্দিনের পুত্র ফরহাদুল ইসলাম (৪০) আটক করে ।
বিজিবি জানায়, স্বর্ণের বারগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে তাদের আটক করা হয়। । আটক তিনজনকে হাটখোলা বিওপি ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হয় ।