পাঁচমিশালি মাছ ধরতে যমুনা পাড়ের জেলারা ব্যবহার করে দারকি ফাঁদ (বাঁশ দিয়ে তৈরী মাছ ধরার বিশেষ ফাঁদ)। এসব দারকিতে দেশীয় প্রজাতির নানা ধরনের মাছ ধরা পড়ে। আর দারিকর মাছের চাহিদাও অন্যান্য পদ্ধতিতে ধরা মাছের চাইতে বেশি। কারণ দারকিতে আটকাপড়া মাছ ডাঙ্গায় উঠানোর আগমুহূর্ত পর্যন্ত তাজা থাকে। ছবিটি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা চর থেকে তোলা। ছবি: পিবিএ/সৈয়দ সরোয়ার সাদী রাজু

আরও পড়ুন...