পাকুন্দিয়ায় বাল্য বিয়ে আয়োজনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

বাল্য বিয়ে
প্রতীকী ছবি।

পিবিএ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাল্য বিবাহ আয়োজনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলার সালংকা গ্রামে অভিযান চালিয়ে পুলিশের সহায়তায় বর ও কনে পক্ষের কাছ থেকে এ জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমান।

জানা যায়, বুধবার উপজেলার মাইজহাটি গ্রামের আওলাদ হোসেনের ছেলে খালেদ হোসেনের সাথে পাশ্ববর্তী সালংকা গ্রামের সাফি উদ্দিনের স্কুল পড়–য়া কন্যা জেরিন আক্তারের (১৫) বিবাহের আয়োজন করা হয়। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ কনের বাড়িতে উপস্থিত হয়ে বর খালেদ হোসেন ও তার পিতা আওলাদ হোসেন এবং কনের পিতা সাফি উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে।

পরে দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত করে বাল্য বিবাহ আয়োজন করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনজনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের কারাদন্ড দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর (৫) ধারায় অপরাধী তিনজনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং বাল্য বিবাহ না দেয়ার শর্তে তাদের ছেড়ে দেয়া হয়।

পিবিএ/এসআর/জেডআই

আরও পড়ুন...