পিবিএ ডেস্ক : বিশ্বকাপ শ্যুটিং প্রতিযোগিতায় পাক শ্যুটারদের ভিসা না দেওয়ায় ভারতীয় কুস্তি ফেডারেশনের (WFI) সঙ্গে কোনও রকম সংযোগ রাখতে সদস্য দেশগুলোকে নিষেধ করেছে বিশ্ব কুস্তি ফেডারেশন (UWW)। পাশাপাশি, ভবিষ্যতে অলিম্পিকসহ বিশ্বমানের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করার ব্যাপারে ভারতের সঙ্গে সব রকম আলোচনা মুলতুবি রাখল আইওসি। পাকিস্তানের শ্যুটারদের ভিসা না দেওয়ার ফলে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির রোষে পড়েছে ভারত। এর জেরে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের কোনও প্রতিযোগিতা যাতে ভারতে আয়োজিত না হয়, সে ব্যাপারেও নির্দেশ জারি করেছে কমিটি।
উল্লেখ্য, পুলওয়ামায় জইশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী হানায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহীদ হওয়ার পরে ভারতে আয়োজিত বিশ্ব শ্যুটিং প্রতিযোগিতায় পাক শ্যুটারদের ভিসা দেয়নি দিল্লি। সেই কারণে পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে দুটি অলিম্পিক কোটা ফিরিয়ে নিয়েছে আইওসি।
বালগেরিয়ায় সদ্য সমাপ্ত ড্যান কোলভ প্রতিযোগিতায় দু’টি সোনা, দুটি রুপা জিতে কুস্তির দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছেন বজরং পুনিয়া, পূজা ধান্দা, সাক্ষী মালিক ও ভিনেশ ফোগটের মতো কুস্তিগিররা। বিশ্ব কুস্তি ফেডারেশনের জারি করা নিষেধাজ্ঞা এবার ভারতীয় কুস্তিগিরদের ক্ষেত্রে কী প্রভাব বিস্তার করে, সেটাই এখন দেখার বিষয়।
পিবিএ/জিজি