পানছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের তিনটি দোকান পুড়ে প্রায় কোটির টাকার ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি ২০২৪) দুপুরে এ ঘটনা ঘটে।

আগুনে এ সময় জনপ্রিয় হোটেল,আলিফ স্টোর ও শাহজাহান ক্রোকারিজ নামের তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায় বলে সূত্র জানায়। আগুন লাগার পরপর বাজার ব্যবসায়ী,ফায়ার সার্ভিস,পুলিশ,সেনা বাহিনীর সদস্যরা প্রায় দু’ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এরই মধ্যে পুড়ে ছাই হয়ে যায়, তিনটি দোকানে থাকা সব মালামাল। এছাড়া আগুন লাগার ঘটনায় পাশ্ববর্তী মক্কা স্টোরসহ দু’তিনটি দোকান ও ঘর-বাড়ির ক্ষতিগ্রস্থ হয়। এতে প্রায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা ব্যবসায়ীদের। আগুন লাগার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেছে পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ ও থানার ওসি মো. শফিউল আজম।

পানছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিজন বিশ্বাস জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুটো টিম ঘটনাস্থলে এসে সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত নিয়ে তদন্ত চলছে।

উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ জানান, আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির ক্ষতি পূরণ করার নয়। তারপরও বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করে প্রশাসকের পক্ষ থেকে টিন,চাল ও আর্থিক সহয়তা নিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

আরও পড়ুন...