পিবিএ, নাটোর: নাটোরের নলডাঙ্গায় পুকুরের পানিতে পড়ে ডুবে গিয়ে আফসানা নামে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার বিকেল পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। আফসানা উপজেলার সোনাপাতিল গ্রামের আফসার আলীর মেয়ে ও সোনাপাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। এলাকাবাসী জানায়, রবিবার বিকেল পাঁচটার দিকে আফসানা হাত পা ধোয়ার জন্য পুকুর ঘাটে যায়। এ সময় সে পা পিছলে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখে। এ সময় পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিবিএ /মোঃ রাশেদুল ইসলাম/বাখ