
পাবনার বেড়া উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে মৌসুমী ফল বাঙ্গির আবাদ হয়েছে প্রচুর। রোজার সময় এই ফলের চাহিদা থাকে বেশি। প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বেড়া সিএন্ডবি বাজার, বেড়া বাজার,নাকালিয়া বাজারে বাঙ্গি বিক্রি করতে দেখা যায়। এখন এই ফলের দামও বেশ সস্তা। তাই ইফতারে বিভিন্ন খাবারের সাথে পুষ্টিকর এই ফল দিয়ে প্রায় সবাই ইফতার করেন। ছবিটি পাবনা বেড়া সিএন্ডবি বাজার তোলা। বুধবার, ২২ মে। ছবি : পিবিএ
