পিবিএ,পাবনা: পাবনায় জেলা পর্যায়ে শিশু সাংস্কৃতিক উৎসব ও জেলা পর্যায়ে বিশিষ্ট শিক্ষাবিদ এর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি পাবনার আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগকে জেলা পর্যায়ে বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে সংবর্ধিত করা হয়।
এসময় বাংলাদেশ শিশু একাডেমি পাবনার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মতিউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কবীর মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজ,পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সহ সভাপতি আকতারুজ্জামান আক্তার,সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন,পাবনা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান খান,সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা এনামুল হক, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকী,শহীদ এম মনসুর আলী কলেজের ইসলামের ইতহাস বিভাগের প্রভাষক আকতার হোসেন,সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আদ্যনাথ সহ জেলা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
পিবিএ/মাসুদ রানা/বিএইচ