পিবিএ, পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপু পুরাতন মসজিদ এলাকায় ডাকাত সন্দেহে গনপিটুনিতে একজন নিহত হয়েছে। শনিবার (২ মার্চ) রাত দেড়টার সময় এঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক (২৭) বছর। তার পরিচয় জানাতে পারেনি পুলিশ। ডাকাতদের হামলায় আহত গ্রামবাসীর ৩ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত দেড়টার সময় ৫/৬ জনের একটি ডাকাত দল গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে পতিরাজপুর গ্রামের পতিরাজপুর পুরাতন মসজিদ এলাকায় এক বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা চালায়। ডাকাতদের হামলায় ৩ জন আহত হয়। এ সময় স্থানীয়রা ডাকাতদের ধাওয়া করে একজনকে আটক করে পিটুনি দেয়। অন্যরা পালিয়ে গেলেও গনপিটুনিতে একজন ডাকাত নিহত হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফরুকী জানান, ৫/৬ জনের একটি ডাকাত দল গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে পতিরাজপুর গ্রামে ডাকাতির চেষ্টা করেছিল। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পরে নিহত ডাকাতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠান হয়েছে বলে তিনি জানান।
পিবিএ/এআইজে/জেডআই