পিবিএ, পাবনা : নার্সিং শিক্ষা ধ্বংসের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা ধ্বংসের ষড়যন্ত্র রুখতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন পাবনা শাখা।
সোমবার দুপুরে পাবনা সদর হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন।
ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের পাবনা শাখার সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমূখ।
বক্তারা বলেন, ‘আমরা উচ্চ মাধ্যমিক পাশ করে তিন বছর মেয়াদী কোর্স করি আবার দুই বছর ইন্টার্নি করি, আর কারিগরী থেকে ৬ মাসের কোর্সে তারাও নার্স হবে, মেনে নেয়া যায় না। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
এসময় তারা ‘রোগীর জীবন নিয়ে খেলা আর চলবে না, নার্সিং আর কারিগরী এক নয়, কারিগরীদের পতন চাই, নার্সদের মর্যাদা বহাল চাই, যোগ্য নার্সদের অধিকার চাই, কারিগরী নার্সদের দ্বারা কখনই রোগীর সু-চিকিৎসা করা সম্ভব নয়’ বলে বিভিন্ন শ্লোগান দেন। বিক্ষোভ ও মানববন্ধনে পাবনা সরকারি নার্সিং ইনষ্টিটিউট, পাবনা আইডিয়াল নার্সিং ইনষ্টিটিউট, স্মার্ট নাসিং, ও ব্রাইটনেশন নার্সিং ইনষ্টিটিউট অংশগ্রহণ।
পিবিএ/জেডআই