পিবিএ,পাবনা: প্রাথমিক সহকারি শিক্ষক প্যানেলের মাধ্যমে নিয়োগ বাস্তবায়ন করার দাবিতে আজ সোমবার বেলা ১১ টার সময় পাবনা জেলা শাখা প্যানেল কমিটির আয়োজনে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পাবনা প্যানেল বাস্তবায়ন কমিটির জেলা শাখা সভাপতি শাহিনুর রহমান ও সাধারণ সম্পাদক খোকন আলীসহ সদস্যবন্দৃরা বক্তব্য বলেন, প্রাইমারি শিক্ষক ২০১৮ সালের নিয়োগে এবারই প্রথম সারাদেশ থেকে ২৪ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণপ্রার্থীর মধ্যে ১৮ হাজার ১৪৭ জনের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হলেও নিয়োগ বঞ্চিত হয় ৩৭ হাজার মেধাবী চাকরিপ্রত্যাশীরা।
বক্তারা আরও বলেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রাথমিক শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের নিয়োগে বঞ্চিত হয়েছে, তাদের সবাইকে ২০১০-২০১৪ সালের মতো প্যানেল গঠনের মাধ্যমে নিয়োগ দেওয়ার দাবি জানান,
তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মুজিব বর্ষ উপলক্ষ্যে শূন্য পদের ভিত্তিতে প্যানেলের মাধ্যমে সরাসরি নিয়োগ চাই, এসময় বক্তারা আরো জানান সরকারি নিয়োগে বয়স বারানোর দাবি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা জানান বক্তারা। মানবন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
পিবিএ/মোঃ মাসুদ রানা/এমএসএম