পিবিএ,পাবনা: হাইকোট্রের নির্দেশে দেশের সকল দুগ্ধ কোম্পানি দুধ ক্রয় ও বিপণন কার্যক্রম বন্ধ রাখার প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খামারিরা সড়কে দুধ ঢেলে প্রতিবাদ করেছেন।
সোমবার (২৯ জুলাই) দুপুরে ভাঙ্গুড়া উপজেলা সদরে প্রবেশ মুখে অর্ধ শতাধিক খামারি দুধ ঢেলে এই প্রতিবাদ জানান। বিভিন্ন গ্রামের দুগ্ধ সমবায় সমিতির ব্যবস্থাপক ও খামারিরা এর আগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন
মানববন্ধনে খামারিরা বক্তাব্যে বলেন, একজন খামারি প্রতিদিন গরে ৮০ হতে ১০০ লিটার দুধ উৎপন্ন করে । সেই দুধ বিভিন্ন সংস্থা কাছে বিক্রিয় করে পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা নির্ভর করে। কৃষক খামারীরা এবং বিভিন্ন সংস্থার কাছ থেকে কিস্তি তুলে খামারর করায় বিপাকে পরবে বলে মন্তব্য করেন খামারীরা।
পিবিএ/মাসুদ রানা/ ইকে