পাহাড়ে কলার কদর আছে সারাদেশ জুড়ে। উৎপাদিত কাঁচা কলা চাঁদের (জীপ) গাড়ীতে করে চাষীরা খাগড়াছড়ির বিভিন্ন হাট-বাজারে বিক্রির জন্য নিয়ে যায়। কলার ছড়া প্রতি শ্রেণী ভেঁধে ১০০-৫০০ পর্যন্ত বিক্রি হয়। ছবিটি খাগড়াছড়ির পাহাড়ী জনপদ আলুটিলা থেকে তোলা। মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী। ছবি : পিবিএ/আল-মামুন