পাড়া প্রতিবেশিদের মাঝে তাঁতীলীগ নেতার ইফতার বিতরণ

পিবিএ,চুনারুঘাট : প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস আতঙ্কে ঘরবন্দী মানুষ যখন কর্মহীন হয়ে পড়েছে, ঠিক তখনই আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশি ও গ্রামের মানুষের কথা চিন্তা করে করোনা ভাইরাস প্রতিরোধে ৯৭ টি পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ইফতার বিতরণ করেছেন আহম্মদাবাদ ইউনিয় তাঁতীলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত (মানি)।

১৯ মে মঙ্গলবার বিকেলে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামের কর্মহীন হয়ে পড়া, পাড়া প্রতিবেশিদের বাড়ি-বাড়ি গিয়ে ৯৭ টি পরিবারের মাঝে ইফতার পৌছে দিয়েছেন তিনি।

তাঁতীলীগ নেতা মুকিত মানি জানান- এই দূযোর্গকালীন সময়ে আমার সামর্থ্য অনুযায়ী নিজের জমানো অর্থ দিয়ে গাদীশাল গ্রামের একাংশ (৯৭) পরিবারের মাঝে ইফতার দিয়েছি। এবং পাড়া প্রতিবেশিদের পাশে দাড়ানোর চেষ্টা করছি। তিনি বলেন- আসুন আমরা যার-যার অবস্থান থেকে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ঘরবন্দী মানুষের পাশে দাড়িয়ে তাদের মাঝে কিছু খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করি। তাহলে দেশের মানুষ না খেয়ে থাকতে হবে না।
পিবিএ/এম এস জিলানী আখনজী/এএম

আরও পড়ুন...