
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: দেশের ততৃীয় সমুদ্র বন্দর পায়রার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে পায়রা বন্দরের বিদায়ী চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল গোলাম সাদেকের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। আর বিদায়ী চেয়ারম্যান বাংলাদেশ নৌ-বাহিনীতে ফিরে যাবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান।
এর আগে আব্দুল্লাহ আল মামুন চৌধুরী চট্টগ্রাম নৌবাহিনীর এড়িয়া কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন। রাষ্টপতির আদেশে গত ১৪ জানুয়ারী জন প্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে দেশের ততৃীয় সমুদ্র বন্দর পায়রা চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।