পীরগঞ্জ (রংপুর): বিশ্বব্যাপি মানুষের পাশে স্লোগান নিয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ১৭ই মে রোববার উপজেলার মদনখালী ইউনিয়নের ২’শ ৩২টি পরিবারের মাঝে খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে খাদ্য সহায়তা প্রদান করে অংকুর ইন্টারন্যাশনাল নামে একটি সামাজিক সংগঠন। এ পর্যন্ত উপজেলার ১২ টি ইউনিয়নে মোট ২ হাজার ৯’শ ১১টি পরিবারের মাঝে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাসুর পুত্র শিল্পপতি ইঞ্জিনিয়ার সাঈদ রেজা শান্তর সার্বিক সহযোগিতায় এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠি আদিবাসি, হিন্দু,হরিজন সম্প্রদায়সহ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। খাদ্য সহায়তা প্রদানের ব্যাপারে ইঞ্জিনিয়ার সাঈদ রেজা শান্ত’র সাথে মুঠো ফোনে কথা হলে তিনি স্থানীয় সাংবাদিকদের জানান – মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে উপজেলার সব ইউনিয়নে পর্যায় ক্রমে প্রায় ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে।
খাদ্য সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক সাদিদ জাহান সৈকত, উপজেলা আ’লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম লালু, মদনখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুল আলম, মদনখালী ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক চেলারম্যান নুর মোহাম্মদ মঞ্জু, সাধারন সম্পাদক সেলিম মিয়া, প্রজাপাড়া কমিউনিটি সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি সুনীল পাল, পৌর আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারন সম্পাদক পবিত্র কুমার পাল প্রমুখ।
পিবিএ/রেজাউল করিম/বিএইচ