পিবিএ ডেস্ক : ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ফের জঙ্গিদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর লড়াই হয়েছে। গতকাল সোমবার পুলওয়ামার ত্রাল এলাকায় চলে এই সংঘর্ষ। ওই সংঘর্ষে নিহত হয় দুই জঙ্গি। তবে তারা কোন গোষ্ঠীর তা জানা যায়নি। লড়াই চলাকালীন একটি বাড়ি উড়ে যায় বলেও খবর পাওয়া গেছে।
সূত্রের খবর, পুলওয়ামার ত্রালে সোমবার থেকে লড়াই চলে জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনার। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনা। সেই সময় দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। লড়াই চলাকালীন একটি বাড়ি উড়ে যায় বলে খবর পাওয়া গিয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।
পিবিএ/জিজি