পিবিএ ডেস্ক : যেমন প্রশ্ন, উত্তরও তেমন! এই নীতিতেই চলেন জার্মানির ফুটবল দলের নারী ম্যানেজার ইমকে উবেনওর্স্ট। পঞ্চম ডিভিশনের পুরুষদের দলের নারী ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়ে অল্প সময়েই ভাইরাল হয়েছিলেন। এবার এক সাংবাদিকের প্রশ্নের চাঞ্চল্যকর উত্তর দিয়ে ফের ভাইরাল উবেনওর্স্ট।
তিনি ড্রেসিং রুমে ঢুকলে কি প্যান্ট পরে নেন ফুটবলাররা? এই প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। কেউ কেউ অবশ্য প্রশ্ন নিয়ে লিঙ্গ বৈষম্যের অভিযোগ করেছিলেন। তবে সুন্দরভাবেই তা সামলে নেন নারী ম্যানেজার। তিনি বলেন, ‘আমি অত্যন্ত পেশাদার। আমি আসলে পুরুষাঙ্গের দৈর্ঘ্যের উপর ভিত্তির করেই দল বাছাই করি।’
উবেনওর্স্টের এই মন্তব্যই ভাইরাল হতে সময় লাগেনি। ‘যোগ্য জবাবের’ জন্য সকলের কুর্নিশও পেয়েছেন তিনি। নারী হিসেবেও ফুটবল দল সামলাচ্ছেন তিনি। এই প্রশ্নের উত্তরে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের কথা মনে করিয়ে দেন উবেনওর্স্ট।
পিবিএ/জিজি