পিবিএ,জামালপুর: পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে মানববন্ধন করেছে জেলা কৃষকদল। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে দেশে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে অসাধু সিন্ডিকেট ও ব্যবসায়ীরা। এতে দেশের মানুষের ভোগান্তি বাড়ছে। প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার আহ্বান জানানো হয়।
জেলা কৃষকদলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সালামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সালেহীন মাসুদ, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম ছাত্তার, কৃষকদল নেতা মতিউর রহমান বাবলু, সুলতান আহাম্মেদ বাদশা ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম প্রমুখ।
পিবিএ/রাজন্য রুহানি/বিএইচ