পিবিএ,টাঙ্গাইল: করোনা ভাইরাস থেকে রক্ষা পেতেটাংগাইল পৌরসভার কাউন্সিলর কামারুল হাসান মামুন উদ্যোগে ১৪ নং ওয়াড সামাজিক দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকা কার্যক্রম ও জীবানু ধ্বংস নাশক স্প্রে করা হয়েছে
সোমবার (৩০ মার্চ) দুপুরে টাঙ্গাইল শহরের পৌর সভার কালিবাড়ি রোড আদালত পাড়া থেকে একাধিক স্প্রে মেশিন নিয়ে একদলপৌর সভার স্বেচ্ছাসেবী পৌর শহরের , মুদি দোকান, ফার্মেসি সামনে ছড়িয়ে পড়েন।
করনো ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই, শ্রী শ্রী কালিবাড়ি টাংগাইল আদালত পাড়া পুজা সংসদ সদস্যরা মুদি দোকান, ফার্মেসি গুলোর সামনে দোকান মালিকদের জানানো হয় যে দুইজনের মাঝে ১ মিটার বা ৩ফিটের দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য ক্রেতাদের বলেন। এসময় উপস্থিত ছিলেন টাংগাইল পৌর সভার কাউন্সিল কামরুল হাসান মামুন আদালত পাড়া পুজা সংসদ প্রচার সম্পাদক বিভাস কৃষ্ণ চৌধুরী।
পিবিএ/বিভাস কৃষ্ণ চৌধুরী/এএম