পিবিএ,ফুলবাড়ী: দিনাজপুরের বেসরকারি সংস্থা ব্রাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগের সংস্থার ১৯১ জন প্রতিবন্ধী এবং ৭৫ জন ভূক্তভোগীর মাঝে নগদ এক হাজার ৫০০ টাকা প্রদান করা হয়েছে।ৎ
পল্লী সমাজের সদস্যদের মাধ্যমে বাড়ি বাড়ি দিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে প্রতিবন্ধী ও ভূক্তভোগীদের মাঝে খাদ্য সহায়তার নগদ অর্থ বিকাশের মাধ্যমে প্রদান করা হয়। একইভাবে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২৮ জন প্রতিবন্ধী ও ৮ জন ভূক্তভোগীর মাঝে নগদ অর্থ বিকাশের মাধ্যমে প্রদান করা হয়। এই ক্রান্তিকালে সংস্থার পক্ষ থেকে নগদ এক হাজার ৫০০ টাকা পেয়ে উপকার স্বীকার করে ব্রাক’কে ধন্যবাদ জানান প্রতিবন্ধী ও ভুক্তভোগীরা।
পিবিএ/প্লাবন শুভ/বিএইচ