প্রহরীদের জিম্মি করে লাউয়াছড়া উদ্যান থেকে গাছ কর্তন

পিবিএ, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ২ টা৩০ মিনিটে (১৬ মে) সেহরির সময় বনপ্রহরীদের জিম্মি করে মূল্যবান আগর গাছ কেটে নিয়ে যায় স্থানীয় প্রভাবশালী সঙ্গবদ্ধ গাছচুর চক্র। ৩ ফুট গোলাকার আগর গাছটির বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।

জিম্মি কৃত বনপ্রহরী মোঃ আহসান হাবী (২৭), মোঃ মোক্তার আলী (৩৭), মোঃ ফুল মিয়া (৪০), সাথে সরেজমিনে আলাপ কালে জানা যায় সঙ্ঘবদ্ধ স্থানীয় গাছচুর চক্রটি আগাইটায় সেহরির সময় তাদের অফিসে আক্রমণ করে এবং বাইরের দিকে দরজা বন্ধ করে দেয়, সেই সাথে ভিতরে জিম্মি থাকা তিনজন বনপ্রহরীদের বলা হয় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে ফোনে যোগাযোগ করলে প্রাণনাশ করা হবে।
এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেম বলেন, আমাদের বন প্রহরীদের জিম্মি করে সংঘবদ্ধচক্র গাছচুর চক্রটি গাছ কেটে নিয়ে যায় আমরা কাউকে আটক করতে পারেনি তবে আমরা (বন বিভাগ) আইনানুগ ব্যবস্থা নিব।
লাউয়াছড়া সংরক্ষিত বনে ১৬৭ প্রজাতির উদ্ভিদ, ২৪৬ প্রজাতির পাখি ৩৯ প্রজাতির সাপ ও বিভিন্ন ধরনের বন্যপ্রাণী ও বিরল প্রজাতির উদ্ভিদ রয়েছে। এভাবে প্রতিনিয়ত যদি স্থানীয় গাছচুররা গাছ কর্তন করে একদিন ধ্বংস হয়ে যাবে বন্য প্রাণীর নিরাপদ আবাসস্থলটি।

পিবিএ/এএম/হক

আরও পড়ুন...