প্রেমিকার সর্বনাশ করে পালিয়েছে সুমন

PIC-sunamgonj-PBA+
বখাটে প্রেমিক সুমন কর ওরফে আকবর আলী।

পিবিএ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রেমের ফাদে ফেলে অসহায় পরিবারের মেয়ের সর্বনাশ করে পালিয়ে গেছে এক বখাটে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, গত প্রায় ২ মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামের রশিদ উল্লার মেয়ে পবলিমা বেগম (১৫) ও একই ইউনিয়নের চিলাউড়া মাঝপাড়া গ্রামের হেবেন্ড করের ছেলে গাড়ি চালক সুমন কর (১৬) এর মধ্যে। অবশেষে তারা বাড়ি ছেড়ে নারায়নগঞ্জে পালিয়ে যায়। সেখানে নোটারী পাবলিকের মাধ্যমে সুমন কর স্বেচ্ছায় মুসলিম হয়ে আকবর আলী নাম ধারণ করে ইসলামী শরীয়াহ মোতাবেক তাদের বিয়ে হয়।
তবে বিয়ের কিছু দিন পর প্রেমিকার সর্বনাশ করে সুমন পালিয়ে যায়।

বর্তমানে অসহায় প্রেমিকা তার পিত্রালয়ে রয়েছে। এ ব্যাপারে ২৪ জানুয়ারি অসহায় প্রেমিকা পবলিমা বেগম বাদী হয়ে তার প্রেমিক সুমন কর ওরফে আকবর আলী, শৈলেন কর ও লিটন কর সহ ৩ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পিবিএ/জেএইচ/ ইএইচকে

আরও পড়ুন...