পিবিএ,রংপুর: রংপুর নগরীর বুড়িহাট বাহাদুরসিং এলাকা হতে আইরিন আক্তার নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে ওই এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইরিন ওই গ্রামের আমিনুল ইসলামের মেয়ে এবং বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্বজনরা জানায়, এর আগেও আইরিন তিনবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল। শুক্রবার বেলা ১১টার দিকে সবার অগোচরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে মেট্রোপলিটন পরশুরাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্বজনরা জানান, প্রেমের কারণে আইরিন আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোসেউল গণি জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
পিবিএ/জেডআই