mrittu
পিবিএ,ফটিকছড়ি: ফটিকছড়িতে বজ্রপাতে জুনায়েদ(৬)নামের শিশুর মৃত্যু হয়েছে। আজ ১ জুন (সোমবার)দুপুরে উপজেলার ভূজপুর থানাধীন ২ নং দাঁতমারা ইউপির ৫ নং ওয়ার্ড পশ্চিম হাসনাবাদে এ ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ পশ্চিম হাসনাবাদের বনবিট অফিস সংলগ্ন খিল্লা পাড়ার মাওলানা মহুরম আলীর ছেলে।
নিহতের চাচা জাহাঙ্গীর আলম বলেন,আজ সকালে বাড়ির পাশে তার বড় ফুফির বাড়ীতে বেড়াতে যায়। দুপুরের দিকে সে খেলা খেলতে বাড়ীর উঠানে বের হলে হঠাৎ বজ্রপাতে সে নিহত হয়।ঘটনার বিষয় নিশ্চিত করেন দাঁতমারা ইউপি চেয়ারম্যান জানে আলম।
পিবিএ/ওবাইদুল আকবর রুবেল/এএম