পিবিএ,ফরিদপুর: ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে একটি ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। জেলা সদরের শিবরামপুর এলাকায় শনিবার সকালে এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুরের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল জানান, ঢাকা থেকে ফরিদপুরগামী একটি ট্রাক লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুই নির্মাণ শ্রমিক নিহত হন। নিহত ও আহতদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পিবিএ/বাখ