ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে নির্বাচন কমিশনার

পিবিএ,সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ফসল রক্ষা বাঁধ মেরামত কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শাহাদাত হোসেন চৌধুরী।


বুধবার দুপুরে উপজেলার খাই হাওরের ০.৯০ কিলোমিটার বাঁধের ভাঙ্গা বন্ধকরণ ও মেরামত কাজ, যার মোট বরাদ্দের পরিমাণ ৯,৩৭,০১৯ টাকা প্রকল্প পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্ণেল মো. মাকসুদুল হক, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশীদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, পিআইসি সভাপতি সুজন চন্দ্র তালুকদার প্রমুখ।

পিবিএ/জেআই

আরও পড়ুন...