ফিশারীঘাটে ইলিশ উৎসব কাজে নেমেছেন মৎস্যজীবীরা। ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালী ইলিশ। নৌকা ভর্তি ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ নিয়ে ফিরতেও শুরু করেছেন জেলেরা। পাইকারি বাজারে দাম কম হলেও খুচরা বাজারে ইলিশের মূল্য অনেক বেশি। ছবিটি চট্টগ্রাম বন্দরনগরীর নতুন মাছ বাজার, রাজাখালী চাক্তাই থেকে তোলা। রোববার, ২৮ জুলাই। ছবি: পিবিএ/এম ফয়সাল এলাহী

আরও পড়ুন...