ফুলবাড়ীতে বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির উদ্যোগে বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সপ্তম খেলার উদ্বোধন করা হয়েছে।

বিকেল সাড়ে ৪টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত টুর্নামেন্ট প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম।

বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির পরিচালক তারিকুজ্জামান শুভ’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসএসএসের উপজেলা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, ফুলবাড়ী পৌর শাখা বাংলাদেশ ছাত্রলীগের আহবায়ক প্লাবন শুভ, খানপুর ইউনিয়ন পরিষদের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সুমিত শীল, শিবনগর ইউনিয়ন পরিষদের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মেহেদী হাসান প্রমুখ।

ধারাভাষ্যকার হিসেবে ছিলেন আরাফাত রতন। খেলায় পার্বতীপুর ফুটবল একাডেমি বনাম ফুলবাড়ী ফাইভস্টার ক্লাব অংশ নেন।

আরও পড়ুন...