পিবিএ,কুড়িগ্রাম: ফুলবাড়ী উপজেলার কৃষকদের কাছ থেকে সরাসরি অভ্যন্তরীন বোরো ধান,গম ও চাউল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০মে) উপজেলা খাদ্য গুদাম চত্বরে উপজেলা নিবার্হী অফিসার মোছা. মাছুমা আরেফিন এর সভাপতিত্বে কার্যক্রম শুরু হয় ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. গোলাম রব্বানী সরকার, বিশেষ অতিথি চাউলকল মালিক সমিতির সভাপতি আলী হোসেন, কুষি অফিসার মাহবুবুর রশিদ, মৎস্য অফিসার মাহবুন্নবী মিঠু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আঃ সামাদ মিয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম বাবুল, সাধারন কৃষক সুপিয়ার রব্বানী, নজরুল ইসলাম বকসি প্রমুখ। উপজেলায় ২৬ টাকা কেজি দরে ৩’শ ৩৪ মেঃ টন ধান, ২৮ টাকা দরে ৬০ মেঃটন গম ও ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৪’শ ৪০ মেঃটন চাউল ক্রয় সংগ্রহ হবে।
পিবিএ/এমআইবি/আরআই