ফের পুলওয়ামার মতো হামলার আশংকা রাজের

raj

পিবিএ ডেস্ক : ভারতে লোকসভা নির্বাচনের আগে পুলওয়ামার মতো আর এক দফায় হামলার আশংকা করছেন রাজ ঠাকরে। দলীয় কর্মীদের উদ্দেশে শনিবার এক সভায় মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান বলেন, লোকসভা ভোটে জিততে পুলওয়ামার মতো হামলা আরও একবার ঘটতে পারে। রাজের কথায়, ‘মিথ্যে বলার একটা সীমা থাকা উচিত। ভোটে জিততে মিথ্যের আশ্রয় নেওয়া হচ্ছে। আগামী এক-দু-মাসের মধ্যে পুলওয়ামর পুনরাবৃত্তি হলে, আশ্চর্য হওয়ার কিছু নেই।’

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী হামলায় ৪৯ জওয়ান শহীদ হন। গোয়েন্দারা আগাম সতর্ক করলেও কেন তা অগ্রাহ্য করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন। রাজের বক্তব্য, ভারতীয় বিমান বাহিনীর বিমান আক্রমণে পাক জঙ্গি মারা পড়লে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে এভাবে মুক্ত দিত না পাকিস্তান। ভারতীয় বিমান বাহিনীর বালাকোটে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে ব্যর্থ হয়েছে বলেই তার দাবি।

গত ডিসেম্বরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক হয়েছে। সেখানে দুজনের কী নিয়ে আলোচনা হয়েছিল, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন রাজ ঠাকরে। ৪৯ সিআরপিএফ জওয়ান শহীদ হওয়ার পরেও লোকজন কেন এ নিয়ে প্রশ্ন তুলছেন না, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন রাজ।

পিবিএ/জিজি

আরও পড়ুন...