
রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আব্দুল্লাহ আল সাফি লিপন (৪৮) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে ওই বিএনপি নেতাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ১১ টার দিকে পৌর এলাকার পাখিমারা নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লিপন বকশীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাখিমারা গ্রামের মৃত খলিল মাস্টারের ছেলে।
পুলিশ সূত্র জানায়, বিএনপি নেতা আব্দুল্লাহ আল সাফি লিপনের নামে ২০১৭ সালে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। তিনি দীর্ঘদিন ওই মামলায় হাজিরা না দিলে আব্দুল্লাহ আল সাফি লিপনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, গ্রেপ্তারকৃত লিপনকে শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।