পিবিএ,শেরপুর: বগুড়ার শেরপুরের খিকিন্দা পশ্চিমপাড়া গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আইয়ুব আলী মুকুল (৪৫)নামে একজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার কুসুম্বী ইউনিয়নের খিকিন্দা পশ্চিমপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে আইয়ুব আলী মুকুল গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে প্রকৃতির ডাকে সারা দিতে নিজ ঘরে বিদ্যুত সংযোগ দেওয়ার সময় তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।
পিবিএ/আবু বকর সিদ্দিক/বিএইচ