বগুড়ায় আরও ৭৭ জনের করোনা শনাক্ত

পিবিএ,বগুড়া: পাল্টে গেছে বগুড়ার করোনার আক্রন্তের সমীকরণ। সোমবার বগুড়ার ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে । শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ও টিএমএসএস হাসপাতালে পরীক্ষার ফলাফল ৭৭ জনের শরীর করোনা শনাক্ত করা হয়েছে। তার মধ্যে শজিমেকে ১৮৬ পরীক্ষার মধ্যে ৪৯ জন করোনা পজিটিভ হয় এবং টিএমএসএসে ৩৮ জনের পরীক্ষা করে ২৮ জনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া যায়।

জেলা ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান জানান, বগুড়ায় পরীক্ষায় পজিটিভের মধ্যে পুরুষ ৫১ জন মহিলা ২২ জন ও শিশু ৪ জন। উপজেলা ভিত্তি বগুড়া জেলা সদরে ৫৪ ধুনটে ১০ জন, শাজাহানপুর ১ জন, গাবতলী ৭ জন আদমদিঘী ১জন কাহালু ২ জন ও শিবগঞ্জ ২জন। একই দিনে ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এদিকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

পিবিএ/আব্দুল হামিদ/এমআর

আরও পড়ুন...