বগুড়ায় ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার


পিবিএ,বগুড়া: বগুড়ায় ইয়াবাসহ জীবননেছা (২২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাত ৯টার সময় সদর উপজেলার মালগ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জীবননেছা মালগ্রাম উত্তরপাড়ার সফিকুল ইসলামের মেয়ে। সে দীর্ঘদিন যাবৎ মাদক অবৈধ মাদকদ্রব্য বগুড়া জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।

র‌্যাব-১২ বগুড়ার স্পেশাল কোম্পানী কমান্ডার (সহকারী পুলিশ সুপার) রওশন আলী এ প্রতিবেদ-কে বলেন, সোমবার রাতে বিশেষ অভিযানে জীবননেছা নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা, ২টি সীমসহ একটি মোবাইল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সদর থানায় মামলা দায়ের হয়েছে।

পিবিএ/জিএম মিজান/বিএইচ

আরও পড়ুন...