বগুড়ায় একদিনে আরও ১৬১ জনের করোনা শনাক্ত

পিবিএ,বগুড়া: পাল্টে গেছে বগুড়ার করোনার আক্রান্তের সমীকরণ। রবিবার বগুড়ার ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে । জানা গেছে বগুড়া থেকে ঢাকায় পাঠানো ৫৫০ নমুনার মধ্যে ১০২ জনের পজিটিভ হয়। এদিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও টিএমএসএস হাসপাতালে পরীক্ষার ফলাফল ৫৯ জনের শরীর করোনা শনাক্ত করা হয়েছে। তার মধ্যে শজিমেকে ১৮৮ পরীক্ষার মধ্যে ৪১ জন করোনা পজিটিভ হয় এবং টিএমএসএসে ৩৫ জনের পরীক্ষা করে ১৮ নের মধ্যে করোনা পজিটিভ পাওয়া যায়।

জেলা ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান সুত্রে জানা যায়, বগুড়ায় পরীক্ষায় পজিটিভের মধ্যে পুরুষ ৪২ জন মহিলা ১২ জন ও শিশু ৫ জন। উপজেলা ভিত্তি বগুড়া জেলা সদরে ৪৩ জন, শাজাহানপুর ৫জন, গাবতলী ৫জন নন্দীগ্রামে ২ জন ও শিবগঞ্জ ৪জন। এদিকে একই দিনে ১ নারীর মৃত্যু হয়েছে। ঢাকায় পরীক্ষীতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এনিয়ে জেলায় মোট আক্রান্ত ৭৯০, মোট সুস্থ ৫৩জন, এখন আছেন ৭৩০ মোট মৃত্যু ৭ জন।

পিবিএ/আব্দুল হামিদ/এমআর

আরও পড়ুন...