বগুড়ায় ট্রাক চাপায় ১জন নিহত

পিবিএ, বগুড়া: বগুড়ায় ট্রাক চাপায় সাদেক আলী (৬৫) এক ব্যক্তি নিহত হয়েছে। জানা যায় বৃহস্পতিবার রাত ৯টা সময় সাদেক আলী সাবগ্রাম বাজার থেকে ভ্যানে চড়ে বাড়ি ফিরছিলেন। সাবগ্রাম বাজারের পূর্বাচল পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে সাদেক আলী হঠাৎ ভ্যান থেকে মহাসড়কে পড়ে যায়। এ সময় বিপরীতমুখী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাদেক আলীর মৃত্যু হয়। নিহত সাদেক আলী শাজাহানপুর থানার হেলে পাড়া গ্রামের মৃত সমশের আলীর ছেলে। তিনি বসুন্ধরা গ্যাস কোম্পানিতে মালি পদে কর্মরত ছিলেন । বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
পিবিএ/জিএম মিজান/বাখ

আরও পড়ুন...