বগুড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

পিবিএ,বগুড়া: বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন আত্রাইয়ের থাওইপাড়া ব্রিজসংলগ্ন এলাকা থেকে ট্রেনে কাটা পড়া অজ্ঞাতপরিচয় (৩০) যুবকের দ্বিখন্ডিত লাশ গতকাল বুধবার দুপুরে রেলওয়ে থানা পুলিশ উদ্ধার করেছে।

সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানাযায়, বুধবার রাতে কোনো এক ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। সকালে স্থানীয়রা নিহতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। অজ্ঞাতনামা ওই যুবকের পড়নে লুঙ্গি ছিলো। এব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পিবিএ/সাইফ হাসান খান সৈকত/ইকে

আরও পড়ুন...