পিবিএ,বগুড়া: “পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইইএম ইউনিটের আয়োজনে এবং নন্দীগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৪ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ্’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শারমিন জাহান বিউটি, শিক্ষা অফিসার আঃ জোব্বার, সমাজ সেবা অফিসার আব্দুল মোমিন, সমবায় অফিসার সাবিহা আফরুজ, মহিলা বিষয়ক অফিসার খালেদা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, পরিবার পরিকল্পনা পরিদর্শক এনামুল হক, মাসুদ রানা, রবিউল ইসলাম প্রমুখ।
পিবিএ/জিএম মিজান বগুড়া/বিএইচ