বগুড়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

পানিতে ডুবে

পিবিএ,বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ হারালো চাচাতো ভাই-বোন। নিহতরা হলো- উপজেলার ইসলামপুর (খাঁ-পাড়া) গ্রামের মাহফুজের মেয়ে মোবাশ্বিরা (৪) এবং মাসুমের ছেলে নীরব (৫)। শুক্রবার দুপুর ২টায় এঘটনা ঘটে। জানা যায়, প্রতিদিনের ন্যায় মোবাশ্বিরা ও নীরব বাড়ীর বাহিরে পুকুুুুুরের ধারে খেলতে যায়।

মোবাশ্বিরা নীরব সম্পর্কে চাচাতো ভাই-বোন। দুপুর পার হয়ে গেলেও তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। পরে বাড়ীর পার্শ্বেই পুকুরে তাদের লাশ ভেসে উঠে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মোবাশ্বিরা-নীরব সম্পর্কে চাচাতো ভাই-বোন পরিবারের পক্ষ থেকে কারও প্রতি কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়ায় নিহতদের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

পিবিএ/জিএম মিজান/বিএইচ

আরও পড়ুন...