বগুড়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


পিবিএ,বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

১২ই সেপ্টেম্বর বিকেল ৪ টায় নন্দীগ্রাম সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্ণামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতায় নন্দীগ্রাম পৌরসভা ৩-১ গোলে ৩ নং ভাটরা ইউনিয়নকে পরাজিত করে জয়লাভ করে। এরপর বিকেল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।

এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌরভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপক কুমার হলদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক, মোরশেদুল বারী, আবুল কালাম আজাদ ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।

পিবিএ/জিএম মিজান/এমএসএম

আরও পড়ুন...