বগুড়ায় শিক্ষার্থীদের সরস্বতী পূজা পালন

BAGURA PBA

পিবিএ,বগুড়া: বগুড়ায় হিন্দুধর্মাবলম্বি শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্লাব, মন্দিরে নানা আয়োজনে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা পালন করেছে।
১০ ফেব্রুযায়ি রবিবার ভোরে ব্যাপক উৎসাহে সনাতন ধর্মাবলম্বীরা এই পূজার সকল কর্মযজ্ঞ পালন করে।
বগুড়া শহরের সরকারি আজিজুল হক কলেজ, শাহ সুলতান কলেজ, মহিলা কলেজ, বগুড়া জিলা স্কুল, বগুড়া জলেশ^রীতলা মন্দির, দত্তবাড়ি মন্দির, চেলোপাড়া মন্দিরসহ বিভিন্ন মন্দিরে ভক্তরা ভোর থেকে নানা আয়োজন করে।

বিদ্যার দেবীর এ পূজাকে কেন্দ্র করে প্রতিটি মন্ডপে ঢাকের শব্দ আর ঊলু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে। ভোর থেকেই পূজারীরা স্নান করে পূজা মন্ডপে আসতে থাকেন। তারা পূজার পুরোহিতকে সহযোগিতা করেন এবং দেবী সরস্বতীর পায়ে পুষ্পাঞ্জলী অর্পণ করেন। প্রতিটি পূজা মন্ডপে সকলের মাঝে প্রসাদ বিতরণ করতে দেখা যায়। কোথাও কোথাও ভক্তি, অঞ্জলী প্রদান ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিবিএ/হক

আরও পড়ুন...