পিবিএ,বগুড়া: বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৬০জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অত্র জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর মধ্যে পুরুষ ৩৯জন, মহিলা ১৬জন ও শিশু রয়েছেন ৫জন।
বগুড়ার সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, রবিবার শজিমেকের ১৮৮টি ফলাফলে বগুড়ায় নতুন ৪৬জন এবং টিএমএসএস এর ৫২টি ফলাফলে বগুড়ার ৪৬এর মধ্যে নতুন ১৪জনসহ জেলায় মোট ৬০জন করোনায় শনাক্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়ালো ৬২৯জনে। তবে এদের মধ্যে ৫৩জন সুস্থ ও ৬জন মৃত্যু হয়। আক্রান্ত ৬০জনের মধ্যে ১থেকে ১৮ বছরের নিচে ৫জন, ১৮ থেকে ৪০ বছরের ৩০জন, ৪১ থেকে ৫০ বছরের ১৪জন, ৫১ থেকে ৭০ বছরের ১১জন এবং ৭০ থেকে ৮০ বছরের মধ্যে একজন রয়েছেন।
সিভিল সার্জন ডাঃ গাউসুল আজিম এ প্রতিবেদক-কে বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে ৬০জনের মধ্যে সদরে ৫০জন, কাহালু ৭জন,শেরপুরে ২জন এবং শিবগঞ্জের ১জন শনাক্ত হয়েছেন। তিনি আরও বলেন, নতুন আক্রান্তদের তাদের নিজ বাড়ীতে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা দেওয়া হবে। তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল হলে তাদের মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করা হবে।
পিবিএ/জিএম মিজান/এএম