বগুড়ায় ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

পিবিএ,বগুড়া: বগুড়ায় ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গোপাল মোহন্ত (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার কয়েক ঘন্টা পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, যৌন নির্যাতনের শিকার ৩ বছরের শিশুটি রবিবার বিকেলে বাড়ির পাশে খেলা করছিল। এসময় শিশুটির প্রতি প্রতিবেশী গোপাল মোহন্তের কু-দৃষ্টি পড়ে। ঘটনার সময় তার বাড়িতে লোকজন না থাকার সুযোগে ঘরের ভেতর ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে গোপাল মোহন্ত।

এসময় শিশুটির চিৎকারে বাড়ির লোকজন ঘটনাস্থলে আসার পর গোপাল কৌশলে পালিয়ে যায়। পরে শিশুকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেয়া হয়।

খবর পেয়ে সদর থানার পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় লম্পট গোপাল মোহন্তকে আটক করতে সক্ষম হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলার প্রস্তুতি গ্রহণ করছেন বলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম বদিউজ্জামান জানিয়েছেন।
পিবিএ/খালিদ হাসান/এএম

আরও পড়ুন...