পিবিএ,ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুজিববর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে (মরণোত্তর) ডক্টর অব লস ডিগ্রি দেয়া হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার দুপুরে ৫২তম সমাবর্তন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই কথা জানান।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, আমাদের একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছে। বঙ্গবন্ধুকে (মরণোত্তর) ডক্টর অব লস ডিগ্রি দেয়া হবে। এটা মুজিববর্ষ পালন কর্মসূচিতে আছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন। সে উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়েও নেয়া হয়েছে একাধিক বৃহৎ পরিকল্পনা।
পিবিএ/এমএসএম