মোহাম্মদপুরের বছিলা হাউজিং এর মিনি সুপারশপে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতি ঘটনার প্রধান আসামি মো. আসলাম ওরফে রুবেল আলম (৩২) গ্রেফতার হয়েছেন।
শনিবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে র্যাব-২ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (২৬ অক্টোবর) রাতে র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম এসব তথ্য জানান।
তিনি বলেন, র্যাব-২ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ডিএমপির মোহাম্মদপুর থানাধীন বছিলা হাউজিং এর মিনি সুপারশপে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতি ঘটনার প্রধান আসামি মো. আসলাম ওরফে রুবেল আলমকে (৩২) আজ রাত সাড়ে ৯ টার দিকে মোহাম্মদপুর এলাকা হতে গ্রেফতার করা হয়।
ডাকাতি হওয়া সুপারশপের সিসি ক্যামেরায় দেখা যায়, ডাকাতদলের হাতে ধারালো অস্ত্র ছিল। এ সময় তারা দোকানের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা নিয়ে যায়।