বড় ভাইকে নদী পার করতে গিয়ে ছোট ভাইয়ের মৃত্যু

পিবিএ: স্কুল ছুটির পড়ে দুই ভাই নৌকা দিয়ে নদী পার করে হওয়ার সময় নৌকা থেকে পানিতে পড়ে ছোট ভাই আমিনুল ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে রাঙামাটির লংগদু উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়নের উত্তর রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়, লংগদু উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়নের উত্তর রহমতপুর এলাকার বাসিন্দা আইনাল হোসেনের ছেলে পারভেজ (১১) বুধবার দুপুরে স্কুল থেকে ফেরার পথে নদী পার করার জন্য আরেক ছোট ছেলে আমিনুল ইসলাম (৮) নৌকা চালিয়ে নদীর ওপারে যায়। পরে বড় ভাইকে নিয়ে আবার ঘরে ফেরার পথে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় দুষ্টমি। দুষ্টমির এক পর্যায়ে ছোট ভাই আমিনুল ইসলাম হঠাৎ নৌকা থেকে হ্রদের পানিতে পড়ে ডুবে যায়। এসময় বড় ভাই চেষ্টা করেও ছোট ভাইকে বাঁচাতে না পেরে চিৎকার করতে থাকে।

পরে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কালাপাকুজ্যা ইউনিয়নের উত্তর রহমতপুর ওয়ার্ডের জনপ্রতিনিধি মোক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিহত শিশুর চাচা মো. বাদশা পিবিএ’কে জানান, গতকাল বুধবার দুপুর ১২টায় আমার ভাতিজা বাড়িতে খেলছিল। কিছুক্ষণ পর তাকে ডাকাডাকি করে না পাওয়ায় এ নিয়ে আশপাশে হৈ চৈ শুরু হয়। অনেক খোঁজাখুজি করার পর অবশেষে পুকুরের ঘাটলার নিচে ভেসে ওঠে। পরে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ মস্তান নগর হাসপাতালে নিয়ে গেলে ওখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দীন বলেন, শিশুটি যে পুকুরে ডুবে মারা যায় সেটি এলাকার যাতায়াত করার রাস্তার পাশেই। আমি খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে শিশুটিকে দেখতে যাই। শিশুটির পিতা সন্তান হারানোর শোকে পাগল প্রায়। জানা যায়, দীর্ঘ ১০ বছর পর তিনি সন্তানের বাবা হয়েছেন।

পিবিএ/ইকে

আরও পড়ুন...