বদলগাছীতে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

পিবিএ,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে আদিবাসী এক বাক ও মানসিক প্রতিবন্ধী যুবতী (২৫)কে ধর্ষণের অভিযোগে বারনাবাস ডুমরি(৪০) নামে এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত বারনাবাস ডুমরি বদলগাছী উপজেলার জিয়ল আদিবাসী গ্রামের পাতরাজ ডুমরির ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানাযায়, (৫ মে) শুক্রবার বিকেল ৩টায় বদলগাছীতে বাক ও মানসিক প্রতিবন্ধী যুবতিকে বাড়িতে একা পেয়ে তার শয়ন ঘরে নিয়ে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। হঠাৎ বাড়ির লোকজন বাড়িতে আসলে মানসিক প্রতিবন্ধী ঐ যুবতীর গোঙ্গানীর শব্দ পান। বাড়ির লোকজন ঘরে প্রবেশ করে ধর্ষকে আটকানোর চেষ্টা করলে ধর্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ব্যপারে গতকাল ৫ই মে শুক্রবার রাতে ঐ প্রতিবন্ধীর পিতা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামীকে থানা পুলিশ গ্রেফতার করে।

এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতিবন্ধীর পিতা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেছে ও আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আসামীকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন...